মুহুর্তেই রক্তজবা নীল

বুড়োটার কুঁচকানো চামড়ার ভাঁজে
রক্তজবা ফুটেছিলো কাল
জ্বলজ্বলে লোভাতুর চোখে
ছুঁয়ে দিল কেউ
মুহুর্তেই রক্তজবা নীল হতে নীল…

আমিতো শংকিত দর্শকের চোখে দেখেছি
রক্তজবা কিভাবে নীল হয়ে যায়
কুঁচকানো চামড়ার ভাঁজে বেদনার রেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে
অতঃপর মিলিয়ে যায়
মিলিয়ে যায় চিরতরে
যেভাবে মিলিয়ে যায় তেপান্তরের অন্তরালে
অসংখ্য আর্তচিৎকার…

এখানে আপনার মন্তব্য রেখে যান