আমার সমস্ত রাত

আমার সমস্ত রাত কেটে যাক ঘুমহীন লাইটপোস্টের মতো
আমার সমস্ত রাত জায়নামাজের সুখ স্যাঁতসেঁতে বুকে

নদীর ঢেউয়ের মতো আমার দু’ঠোঁটে খেলে যাক তোমার জিকির
ছলাৎ ছলাৎ করে আমার দু’চোখে বয়ে যাক উথাল পাথাল আরব সাগর
আমার সমস্ত রাত কেটে যাক ঘুমহীন লাইটপোস্টের মতো
আমার সমস্ত রাত জায়নামাজের সুখ স্যাঁতসেঁতে বুকে

আমার অস্তিত্ব হতে শুকনো পাতার মতো খসে খসে পড়ুক আজন্ম পাপ
আমার অস্তিত্ব হতে খসে খসে পড়ুক রিপুর পুষ্প, কামপোড়া ইট
পচন ধরা ছনের মতো আমার অহংকার আমার বৈরিতা আমার অস্তিত্ব হতে

অথই বিশ্বাসে পাপ বোঝাই টাইটানিকের মতো ডুবতে ডুবতে ডুবে যাক আমার শরীর
অথই বিশ্বাসে ডুবতে ডুবতে ডুবে যাক আমার সমস্ত বিষয়-আশয়
খোওয়াজ খিজিরের মতো অতঃপর তোমার জিকির ঠোঁটে নিয়ে
পড়ে থাকি বুঁদ হয়ে শান্তিসিজদায়

আমার সমস্ত রাত হোক আষাঢ়ি মেঘের মতো ক্রন্দনের রাত
আমার সমস্ত রাত হোক পুত্রহারা জনকের মতো অশ্রুপ্লুত প্রার্থনার রাত
আমার সমস্ত রাত হোক রাবেয়া বসরীর থোকা থোকা জিকির ফোটানো রাত

এখানে আপনার মন্তব্য রেখে যান