আর কতদূর

ভেবেছিলাম- আমি আর কথা বলবো না
দু’ঠোটে গড়ে তুলবো নিরবতা বেষ্টনি-

অথচ পারলাম না, যখন দেখলাম
নির্যাতিত হাড়গুলো নড়েচড়ে উঠলো
খুলিতে অনবরত রোদ্রের ঝলকানি
সহস্র হাড় যেন সহস্র মশাল
মিছিল করবে তারা
দূর থেকে ভেসে আসছে অসমাপ্ত মিছিলের গান…

আজ তাদের সংকিত চোখ নেই
নেই দুরুদুরু হৃদস্পন্দন;
কোটর ভরা অন্ধকার
আর পাজর ভরা শূন্যতা নিয়ে
তারা মিছিল করবে
ভেসে আসবে অসমাপ্ত শ্লোগানের সুর-

আর কতদূর
অনবরত ফসলের ক্ষেত
আর কতদূর
মায়ের আচল ছায়া ঘর
আর কতদূর
অর্থবহ বৃষ্টির ছাট
আর কতদূর…

বললাম-
ওহে , দৃষ্টিহীন মিছিল দাড়াও
অসমাপ্ত অন্ধকারে পথ চিনবে তো?

ওরা বলল-
অবশেষে মিলেছে সন্ধান
এ আমার পদপ্রান্তে শুরু
এ আমার পদপ্রান্তে শেষ
সত্যিকারের মুক্তির পথ

বললাম-
তবে শ্লোগান অধীর হয়ে যাক
নির্যাতিত মিছিলের ভীড়ে
শ্লোগান জীবন হয়ে যাক
ফিরে আসা পাখির শরীরে…

এখানে আপনার মন্তব্য রেখে যান