এমন রঙিন খুব বেশি দিন থাকবে না
সাধের কোকিল সকাল বিকাল ডাকবে না
এসব সবাই জানে…
তবুও কিসের টানে
আহা! কিসের আহ্বানে,
ঘর ছেড়েছি আমরা কজন কেউ কি জবাব জানে?
পাবার শুধু নয়তো জীবন, সব হারানোর দিন
হবে, সবকিছু বিলীন;
তবু, মনের ঘরে ঝাপটে মরে আশার কবুতর,
সবাই সেদিন থকবে ভালো আমার হবে জ্বর…
এখানে আপনার মন্তব্য রেখে যান