একি তুমি এখানে এতো রাতে দাড়িয়ে
নির্বাক আকাশে অপলক তাকিয়ে তারা বুঝি গুনছো?
এই শোনো, শুনছো?
রাত জাগা পাখিদের চিৎকার ভাসছে সবকিছু ছাড়িয়ে।
জোসনার চাঁদটা কেনো এতো শান্ত
কেনো এতো সুন্দর কেনো এতো মায়াবী?
দেখলেই ভালোবাসা জেগে ওঠে হৃদয়ে।
আমি বড় ক্লান্ত;
ঘুম ঘুম চোখটা যেনো বুজে আসছে
ভয় হয় এখানে একা এই রাত্রে
কি যে ছাই করতাম।
দেখো দেখো বাতাসে বুনো ফুল ভাসছে
ধুর ছাই ফুল কই সুবাসিত পাত্রে
না না পাত্রেও নয়, বুনো ফুলেদের ঘ্রাণ বাতাসেই ভাসছে।
এই শোনো, শুনছো? এতো রাতে দাড়িয়ে
জোছনার সাথে বুঝি মায়াজাল বুনছো?
এখানে আপনার মন্তব্য রেখে যান