ভেজা আয়নায় এ কার ছায়া

ভেজা আয়নায় এ কার মায়াবী ছায়া
এ কার মায়াবী মুখ;
চিনতে চিনতে চিনে ফেলি তবু কেমন অচেনা লাগে
পরিচিত তবু পরিচয়হীন মায়া-
ভেজা আয়নায় এ কার মায়াবী ছায়া!!

যেন বহু দিন যেন বহু রাত যেন বহু যুগ ধরে
হাতে হাত রেখে চোখে রেখে চোখ দুই দেহ এক মন;
কতটা কাছের কতটা আপন
বোঝানোর ভাষা নাই-
তবু যেন সেই অচেনায় থেকে যায়।

এ যেন আমার বুকের পাজরে হৃৎপিন্ডের মত
এতো কাছে তবু গভীরে সুরক্ষিত।
জলো আয়নায় ভাসে তার মায়া-মুখ
চেনা চেনা লাগে চিরচেনা তবু অচেনাই থেকে যায়-
এ কার মায়াবী ছায়া
এ কার মায়াবী মুখ
জলো ভেজা আয়নায়!!

এখানে আপনার মন্তব্য রেখে যান