মিলেছে শখের চুরি, হাতে দিয়ে বসে থাকো বধূ
পেয়েছো যা চেয়েছিলে- লালপেড়ে শাড়ি
শুধু সেই শাড়ি পরা ছবিটার দিকে তাকিয়ে থাকার কোনো লোক থাকলো না…
সূর্য তো প্রতিদিনই ওঠে
ভোরের শিশিরে জ্বলে নাকফুল;
দুলে ওঠা গাছের ছায়াতে প্রতিদিনই পাক খায় ঝরে যাওয়া পাতাদের শব-
দৃষ্টির মায়াজালে আকাশ দেয়নি ধরা আজো
তবু তুমি ছুতে চাও আকাশের নীল।
তোমাকে ছোয় না কেউ কোনোদিন জানি
তবু তুমি বাজো…
তবু তুমি সুর তোলো জোছনায় রাতে
শিউলির মালা গেথে আনো,
এই সব নিয়তির খেলা; মানো নাই মানো…
তোমাকে বলবো তবু সেই সব কথা
যে কথা কখনো কেউ বললো না ডেকে
যে কথা কখনো কেউ বলেনি এখানে
যে কথা কখনো কেউ কবিতায় করেনি প্রকাশ…

এখানে আপনার মন্তব্য রেখে যান