সবটা যাবো ভুলে

বলিস না খুব ভালোই ছিলাম আগে
বলিস না খুব ছিলাম মন্দ না,
সবাই তো খুব বন্ধু থাকে আগে
দ্বন্দ হলেই বেরই গন্ধ, না?

অবশ্য আর বলবো কিবা তোকে
সবাই এমন পালার বদল চায়,
তুই চেয়েছিস নিলাম হজম করে
বন্ধু ভাবি এটাই তো অন্যায়।

অভিযোগের বস্তা নিয়ে আসিস
কাধেই নেবো তুলে,
শুধু-
এইটুকু তুই বলতে বলিস না-
‘সবটা যাবো ভুলে।’

এখানে আপনার মন্তব্য রেখে যান