যে পাখি উড়াল দেবে
সে কি আর বসবে না ডালে
সবাই মানুষ হয় মরিবার কালে…
ঝাড়িতে-ঝুড়িতে-হাড়িতে মরবে মাছি
বদলাবে নাকি কেউ!
চিপাই পড়লে চুনো-পুটিরাও
অনায়াসে তোলে ঢেউ।
তাই বলে যদি চুনো-পুটি পাতে
বোয়াল মারার ফাঁদ,
আমরাও তাকে বলতেই পারি
অস্থির উম্মাদ…।
উড়লেই যদি ঘুড়িরা ভাবতো
স্বাধীন কাটাই কাটাই,
সেটা কি মানতো নাটাই?
এখানে আপনার মন্তব্য রেখে যান