অন্ধকার শতাব্দীর শেষে / সাইফ আলি

যাবে?
সেই দূরে, যেখানে আমার এবং তোমার স্মৃতি
আরেকটা নতুন সকাল হাতড়িয়ে ফিরছে এখনো।
এক ঝাঁক কবুতর বেশে
বাদুড়েরা এসে
চিৎকার করতে করতে শাসিয়ে গিয়েছে-
ওরা যেন আর নতুন সকাল
কিংবা সূর্যের মুখ দেখতে না চায় কখনোও।

যাবে?
আমাদের পথহারা সেই
স্মৃতি-সন্তানদেরকে উদ্ধার করতে
এক জোড়া পায়রার বেশে
তবে ধরো এই
কড়াপরা হাত
মুছে যাক অভিমান
অন্ধকার শতাব্দীর শেষে।

এখানে আপনার মন্তব্য রেখে যান