পথ চাওয়া পথে ধাওয়া

এক পাখি উড়ে যায় দূরে
এক পাখি বসে থাকে ডালে;
দুই পাখি এক হয়
সন্ধ্যার কালে।

ঘর ছাড়া পাখি ফের ঘরে যেতে চাই,
ঘরে বসে একা পাখি সুখ তারো নাই।

এক পাখি পথে ধায়
এক পাখি পথ চায়-
পথে ধাওয়া পথ চাওয়া এইতো জীবন;
দূরে তবু কাছাকাছি থাকে দুটি মন।

এখানে আপনার মন্তব্য রেখে যান