বিক্ষুব্ধ রাতের প্রতি

কেনো তুমি শান্ত হলে না
অন্য সব রাতের মতোই
কেনো তুমি শীতল অন্ধকারের অন্তরালে
ঢাকলেনা তোমার বিবেক…

তবে কি স্বার্থপর দিনের প্রতি অনাস্থা তোমার ?
নাকি এ তোমার করুণা-

তবে তাই হোক
অকেজো চোখের উপর ভরশাহারা মানুষ
হামাগুড়ি দিয়ে এগিয়ে চলুক।
দিগন্তছুঁয়ে ডুবে যাওয়া সূর্যের অপেক্ষায়
আর কোনো যাত্রাবিরতী নয়-
আরেকটি স্বার্থপর দিনের চেয়ে বিক্ষুব্ধ রাত,
দন্ডায়মান শূন্য দৃষ্টির চেয়ে অগ্রযাত্রা
সেই তো ভালো…

আর, হে বিক্ষুব্ধ রাত-
তুমি বিক্ষুব্ধই থেকে যাও ততোদিন
যতোদিন না দিগন্তরেখার অন্তরালে ডুবে যাওয়া সূর্যটা
আরেকটি নিঃস্বার্থ দিনের বার্তাবাহী হয়।

এখানে আপনার মন্তব্য রেখে যান