উড়াল কৈতর

আহা কৈতর দূরে উড়ে যায় নিরুপায়
ভাঙা ঘর তার করে হাহাকার ডাকে পিছুডাক
তবু বাতাসের বুকে উদ্দাম তুলে ঢেউ
আহা কৈতর দূরে উড়ে যায় ডাকে কেউ

সে ডাক বাতাসে ঘোলাটে আর্তনাদ
তুলে মিশে যায় মিশে যাবে
সে ডাক মিথ্যে স্মৃতির অন্ধকারে
হয়তোবা খুঁজে পাবে
প্রিয় ঠাই
আহা কৈতর দূরে উড়ে যায় নিরুপায়।
পালক পড়ে থাকে ভাঙা সে ঘরটাতে
যদি সে ফিরে আসে নিজেকে হাতড়াতে
তবুও শূন্যে সে উড়াল কৈতর উড়বে উড়ে যায়
পালক পড়ে থাকে ঘরটা ভরে থাকে নীলচে বেদনায়
আহারে কৈতর দূরে সে উড়ে যায় নিরবে নিরুপায়…
আকাশের কোন নীলে খুঁজে পাবে সন্ধ্যার ইতি
জানেনা সে কথা কেউ, তবু-
সেখানেই হয়তোবা থামবে উড়াল রাজনীতি
আহারে উড়াল রাজনীতি।

এখানে আপনার মন্তব্য রেখে যান