দলছুট মেঘেদের মতো
আমার সকল কল্পনা,
আকাশের বুকে অবিরত
ঝাপটে চলে তাদের ডানা।
যদিও বা আমি ছোটো ঘরে
ছোট্ট আমার পৃথিবীটা
আপন জগৎটাকে ঘিরে
আমার সকল ব্যস্ততা।
তবুও তোমার দরজাটা
আমার জন্য খোলা রেখো,
ধুপছায়া আর গোধূলিতে
জানালায় চোখ মেলে থেকো।
কোনো এক দিন আমি এসে
ডাকবো তোমাকে ভালোবেসে।

এখানে আপনার মন্তব্য রেখে যান