ঘুমাও তুমি এ রাজপথের পথিক আহা..!!

এখন মধ্যরাত
বারুদ পোঁড়া গন্ধ নিয়ে বুকে
অতল তোমার ঘুম
ঘুমাও তুমি এ রাজপথের পথিক আহা !!
ঘুমাও তুমি ক্লান্ত তোমার চোখ…

তুমি বলতে এবার ঘাসফড়িংও উড়বে ভীষন
কাশের বনে আসবে শরৎ
বর্ষা ভীষন নাচবে ঝড়ো বৃষ্টি হাওয়ায়
কিন্তু কোথায়?

তার বদলে আসলো বুলেট এই কি ফড়িং
শুভ্র কাশে বারুদ পোঁড়ার এই মহরৎ
আনলো এ কোন বর্ষা ভীষন রক্ত ফোটায়..!!

তবুও তোমার দু’চোখ জুড়ে উড়ছে আহা স্বপ্ন ফড়িং
তবুও তোমার পাজর ফুঁড়ে বর্ষা নামে
আমিও তবে শপথ নিলাম এ রাজপথে
বিছিয়ে নেবো অতল ঘুমের শয্যাখানা…
স্বাধীনতার কাশবনই হোক তোমার আমার শেষ ঠিকানা।

আজ না হলেও কালকে ঠিকই আসবে শরৎ
বন্ধ হবে বারুদ পোড়ার এই মহরৎ।

এখানে আপনার মন্তব্য রেখে যান