তুমি যাবে নাকি আমি যাব তার সাথে
তুমি যাবে নাকি আমি যাব শেষ রাতে
তুমি আর আমি দুজনাই যদি যাই
এই ঘর একা আরো একা হয়ে যায়।
তার থেকে ভাল তুমি থেকে যাও আজ
আমি শুধু তার পথের সঙ্গী হই
খুটে খুটে দেখো এ ঘরের কারুকাজ
একাকিত্বের পরম সঙ্গী বই।
এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে
খুঁজে নিয়ে তাই পড়ো সারা রাত ধরে
না হলে দেহটা লেপ তোশকের কাছে
ছেড়ে দিও আর খুঁজে নিও ঘুম ঘোরে-
মধুর স্বপ্ন; যেখানে আমিও আছি
প্রেয়সী তোমার হৃদয়ের কাছাকাছি
তুমি আর আমি দুজনাই যদি যাই
এই ঘর একা আরো একা হয়ে যায়।
আর যদি পার আমার বুকের মাঝে
হৃৎপিন্ডের মাংসের ভাজে ভাজে
নাহলে আমিই হারাবো তোমার মাঝে
ধমনী শিরায় লোহিত কণার সাজে।
আমি সুখ পেলে তুমিও সে সুখ পাবে
তুমি যদি পাও সে সুখ আমার হবে
যতো দূরে যাই তুমি যতো দূর যাবে
একই অনুভূতি দুজনার অনুভবে।
থাকবে না আর যাওয়া না যাওয়ার কথা
যদি এক জন পথের সঙ্গী হই
একাকি ঘরের দুঃসহ নিরবতা
ভেঙে কোলাহলে মুখরিত করবোই।
আমি যদি যাই মৃত্যুর হাত ধরে
তুমি হেটো তবে জীবনের ফুটপথে
তারকা আমার তুমি যদি যাও ঝরে
জিবীত থাকবে আমারি রক্ত স্রোতে।
এখানে আপনার মন্তব্য রেখে যান