কত দিন কত সপ্তা’-মাস কত বছর বছর
বয়ে বেড়িয়েছি তোমার সেই এক মুখ হাসিওলা ফটো,
হৃৎপিন্ডের সাথে ভালোবাসার সুতো দিয়ে
সেলাই করে রেখেছি
যাতে,
তোমার ছবিটা অন্য সব ছবির মতই না যায় বেহাতে।
প্রিয়,
হয়তো বা একদিন সেই
ভালোবাসা নামের সুতোও
কালের রসে ভিজে পঁচে যাবে
নষ্ট হয়ে যাবে হৃৎপিন্ডের ফ্রেম
তবু,
নষ্ট হতে পারবেনা এই
তোমার আমার প্রেম।
এখানে আপনার মন্তব্য রেখে যান