দুঃখ ব্যথার আলিঙ্গনে

পরবাসে আজ একাকি আমার
কেটে যায় দিন কেটে যায় রাত
ঘোরে অবাধ্য ঘড়ির কাটারা
ঘুরতেই থাকে ঘুরতেই থাকে
চোখ দুটো শুধু প্রহর গোণে।

লীন হয়ে যায় ছোট্ট হৃদয়
কিছু হাড় আর মাংশের দলা
পড়ে থাকে একা নির্বাক চাঁদ
অন্ধকারের আলিঙ্গনে।

কিছু রাত জাগা পাখিদের ডাক
অন্ধকারের চার দেয়ালের
মাঝে ঘুরে নিঃশেষ হয়ে যায়
রাত বুঝি তার প্রলাপ শোনে।

হয়তো ফেরারী স্বপ্নেরা আসে
বাদুড়ের বেশে এই অবেলায়
স্মৃতির অনেক রাস্তা পেরিয়ে
ঘোর নিশিথের আমন্ত্রণে।

কিছু অবাধ্য স্মৃতির পাতারা
নাড়া দিয়ে যায়, দিয়ে যায় রোজ
হৃদয় হারানো একাকি শরীর
দুঃখ ব্যথার চাদর বোনে।

পরবাসে আজ একাকি আমার
কেটে যায় দিন কেটে যায় রাত
দুঃখ ব্যথার আলিঙ্গনে।

এখানে আপনার মন্তব্য রেখে যান