অবাঞ্চিত

আমি যখন তোকে নিয়ে ভাবতে চাই
তখন কেনো অন্য কারো উপস্থিতি
আমার মনের ভাবনাটাকে থমকে দেয়?

আমার মনের আকাশ জুড়ে উড়বি তুই
ইচ্ছা হলে আমার মাটি খুড়বি তুই
নিজের হাতে কাটবি আমার হৃদয়টাকে
তবু আমি ভাববো সে তোর নিজের দেয়া।

তাও না হলে একটুখানি হাসবি তুই
ভাববো আমি আমায় ভালোবাসবি তুই
ভাবনা আমার চার দেয়ালে বন্দী হয়ে
নষ্ট হলেও ভাববো সে তোর নিজের দেয়া।

আমি যখন আপন মনে স্বপ্নকে
সাজাই তখন অন্য কারো উপস্থিতি
অমন করে মনকে কেনো চমকে দেয়?

এখানে আপনার মন্তব্য রেখে যান