কাটাতারে বিধে গেছে পাখি

কাটাতারে বিধে গেছে পাখি;
পাখির পালক থেকে গোধুলির লাল
ঝরে গেলো ফোটায় ফোটায়…

কাটাতারে ঝুলছে রুমাল;
রুমালের বুক চিরে গোধুলির লাল
এরপর মিথ্যে গোটাই…

পাখির স্বপ্ন উড়ে গেলো
গোধুলির লালচে আকাশে;
পাবে কি সে প্রশ্নের উত্তর তার
রুমালটা উড়ছে বাতাসে।

এখানে আপনার মন্তব্য রেখে যান