কিছুটা ফেরারী আমিও, কিছুটা আমিও পলাতক;
সংসার বিবাগী এক জনপদের বটবৃক্ষের
আড়ালে দাড়িয়ে ভেবেছি এ আমার চির আশ্রয়;
অবশেষে ফিরে এলাম সেতো ছিলো শুধু নির্বাক।
পৃথিবী আশ্রয়হীনা, পৃথিবী অতিথীপরায়ন-
আসুন বসুন এখানে কিছুটা কাটুক দিনক্ষণ
তারপর ফের যাত্রা যেপথে এলেন সে পথেই;
কিছুটা ফেরারী আমিও, কিছুটা আমিও পলাতক।
যদিও গরম রক্ত শিরায় শিরায় জীবনের
মৃত্যু আমাকে ডাকছে;
মৃত্যুর ডাকে আমিও পৃথিবীর পথে একদিন
ফেরারী আসামী হয়েছি,
অবশেষে ফিরে এলাম পৃথিবীতো ছিলো নির্বাক।
এখানে আপনার মন্তব্য রেখে যান