মেঘেদের মতো আমরা / সাইফ আলি

রূপালী মেঘেরা ভেসেছে চাঁদোয়া রাতের আকাশে
আমিও চলেছি একাকী অচেনা পথের পথিক
মেঘগুলি ছিলো ফেরারী দল বেধে বেধে যদিও
চাঁদ ছিলো একা প্রেমিকা রূপালী আলোক সজ্জে

মায়াবী চাঁদের আলোতে মেঘেদের মতো আমিও
দেখেছি আমার সঙ্গী আমার মতোই একাকী-
তখনো আমার দু’পায়ে বেজেছে চটির শব্দ
কর্কশ আর ক্লান্ত অস্থির তবু শান্ত

পথরা এভাবে রাত্রে অবসরহীন তবুও
আড়মোড়া দিয়ে বলেনা- পথিক ঘুমাবো আমিও
স্বার্থের যত স্বর্ণ আমাদের গায়ে ঝুলেছে
অযাচিত গাল-গল্প সেও আমাদের সৃষ্টি

আকাশের মতো রাস্তা; রাস্তার মতো আকাশে
চাঁদের আলোয় যেভাবে রূপালী হয়েছে মেঘেরা
স্বার্থের মোহে আমরা হয়েছি সেভাবে মত্ত
যদিও জেনেছি এভাবে কাটবে না এই রাত্রি

মেঘেদের মতো আমরা অন্ধকারের কালোয়
নিজেকে সাজাতে ব্যস্ত মায়াবী চাঁদের আলোয়।

এখানে আপনার মন্তব্য রেখে যান