যদি কোনো স্বপ্নীল সন্ধ্যায়
অযাচিত অশ্রুর ফোটা
দেখা দেয় চোখের পাড়ায়,
হৃদয়ের চোখ দুটি খুলে
একবার দেখে নিও প্রিয়-
আমি আছি দু’হাত বাড়ায়।
হাসি মুখে………………
একা…………অপেক্ষায়।

যদি কোনো স্বপ্নীল সন্ধ্যায়
অযাচিত অশ্রুর ফোটা
দেখা দেয় চোখের পাড়ায়,
হৃদয়ের চোখ দুটি খুলে
একবার দেখে নিও প্রিয়-
আমি আছি দু’হাত বাড়ায়।
হাসি মুখে………………
একা…………অপেক্ষায়।
এখানে আপনার মন্তব্য রেখে যান