একদা সে লাশে রোদ চমকায়

কত অভিমানী রানওয়ে ছেড়ে আকাশে উড়াল
ঘাতক ছোরায় ওষ্ঠো ঠেকিয়ে চোখ ছল ছল
অভাগা বাতাস শরীর না ছুঁয়ে উড়িয়ে শরীর
নীল সাগরের মাঝখানে ফ্যালে বেদনা অতল।

মধ্য দুপুর-একা রাজপথ-কালো কালো পিচ
গন-গন করে নিজেকে পুড়ায়,
শফেদ বরফ চিক চিক করে রোদ চমকায়
পাহাড় চুড়ায়।

অভাগা বাতাস পুড়ে ধোয়া হয় মরিচিকা হয়
শ্রান্ত পথিক আশা-হতাশায় ভেঙে চুড়ে যায়
ঘাতক ছোরায় আঙ্গুল রেখে গোধুলি আঁকায়
লেহ্য গোধুলি
বন্য পশুর সুপেয় গোধুলি…

কত অভিমানী ফেরারী জীবন
ধূপছায়া আঁকে রাত অবসান-সূর্যদয়ের অমর মন্ত্রে…

কত অভিমানী রানওয়ে ছেড়ে আকাশে উড়াল
তিক্ত ব্যাথার কত ইতিহাস চাপা পড়ে যায়
রাতের আধারে জোনাকির নাচে জোসনা মায়ায়।
অভাগা বাতাস শরীর না ছুঁয়ে উড়িয়ে শরীর
নীল সাগরের মাঝখানে ফ্যালে
একদা সে লাশে রোদ চমকায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান