তুমি মোরে বলেছিলে- রংধনু ছুয়ে আসো যদি
আমাকে আপন করে পাবে,
বাগানের সব ফুল হাত ভরে নিয়ে আস যদি
আমাকে আপন করে পাবে।
আমি জানি রংধনু কখনোও ছুতে পারব না
বাগানের সব ফুল ছোট এই হাতে ধরবে না
তবুও মনের মাঝে রংধনুকের সাত রং
বাগানের সব ফুলবাস
এনেছি এ বুক ভরে, একবার চোখ মেলে চাও
একবার নাও নির্জাস।
মনের কথা তো শুধু মন দিয়ে বুঝে নিতে হয়
চেহারায় পায়না প্রকাশ,
সাগরের লোনা জল কি গভীর নীলচে দেখায়
আসলে ও নীল তো আকাশ।
চন্দ্রের মন কাড়া মিথ্যে আলোয় দিশেহারা
তার চেয়ে ভাল দূরে জ্বলে থাকা মিটিমিটি তারা
নিজেকে জ্বালিয়ে ওরা পথিকের পথ খুঁজে দেয়
বিনিময়ে চায়না কিছুই,
পথহারা পথিকের নিরবে হৃদয় জুড়ে নেয়;
ছুটে চলে তারার পিছুই।
মায়াবী হরিণ তুমি একবার ধরা দাও এসে
একবার চোখ মেলে চাও,
মনের গভীরে আমি ঠাই দেব শুধু ভালবেসে
একবার কাছে টেনে নাও।
আমি তো অবুঝ পাখি রাত জেগে ডেকে চলি একা
বৃক্ষের কুঠুরিতে হয়তো আবার হবে দেখা
হয়তো আমার ডাকে ক্লান্তির ঘুম ভেঙে যাবে
নড়েচড়ে পাশ ফিরে শোবে,
নয়তো জানালা দিয়ে আঁধারেই চোখ মেলে চাবে
হয়তো আবার দেখা হবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান