ছোট্ট আমার বেড়ে ওঠার এই লোকালয়
দোল দিয়েছে বোল দিয়েছে মিথ্যে তো নয়
বুক পেতে সে চলতে পথে রাস্তা দিল
জীবন খেলায় জিততে কত আস্থা দিল
মায়ের মতো সেও তো আমায় ঠাই দিয়েছে
আপনি যেচে কষ্ট-দুখের ভাগ নিয়েছে।
সকাল বেলার সূর্য দেখার এই লোকালয়
স্বপ্ন এবং সাধ দিয়েছে মিথ্যে তো নয়
এর বুকে এক সন্ধ্যা বেলায় মায়ের মুখে
রূপকথা আর গান শুনেছি পরম সুখে
জোসনা জ্বলা রাত দেখেছি ঝাওয়ের বনে
মন মেতেছে ফুল ভোমরার গুঞ্জরণে;
চাঁদ ঢাকা ঐ মেঘের সাথে মন-মিতালী
কিংবা রাতে একলা আকাশ তারার মালি
আর আমি এই লোকালয়ের একটি হৃদয়
এমনি বহু হৃদয় নিয়ে এই লোকালয়।
সব দিলো যে আপনি যেচে তার কাছে কি
হাসি এবং সুখগুলোকে ভাগ করেছি
তার বুকে আজ জমলো শুধু কষ্ট কেনো
আমার প্রিয় সেই লোকালয় নষ্ট কেনো
আমরা কবে মানুষ হবো সত্যি করে
হাসি-গানে এই লোকালয় ভর্তি করে?
এখানে আপনার মন্তব্য রেখে যান