এখানে রাতের কোলে ঝরে পড়ে ঘুম
আড়ষ্ট চোখদুটো স্বপ্নের প্রতিক্ষায়
ঢুকে পড়ে ঘুমের গভীরে…
ভীত চোখে পাখি থাকে চেয়ে
হিরক শিশিরগুলো নেমে আসে
রাত্রির চুল বেয়ে বেয়ে
ওখানে জ্বলতে থাকে
একা এক আগুনের শিখা
শিখা অনির্বান…
মাঝে মাঝে মনে হয় কোনো এক শীতে
কুয়াশার মেঘ এসে
ধীরে ধীরে ছেয়ে গেলো এই নগরিতে
এরপর শুধু
কুয়াশাচ্ছন্ন চোখে বাংলার ষোল কোটি মানুষ
বিষণœ মুরিদের মতো
চেয়ে থাকে রোদের আশায়
দূর উদ্যান মাঝে
একা একা জ্বলে যায় শিখা অনির্বান।
প্রজ্জ্বলিত শিখার চারিধার ঘিরে থাকে ঘুমন্ত চোখ
রাত্রি নিঝুম হয়
শিখা অনির্বান
হারায় আপন পরিচয়
চোখের সামনে শুধু
অপচয় অপচয়…………

এখানে আপনার মন্তব্য রেখে যান