সভ্যতা উত্তর দাও / সাইফ আলি

সভ্যতা তুমি বলেছিলে
তানপুরা গিটারের সাথে
পাখিরাও গেয়ে যাবে গান;
অথচ এখন সেই তার
পাখির কণ্ঠে হল ফাঁস।

সভ্যতা তুমি বলেছিলে
ফলে ফুলে নুঁয়ে যাবে গাছ,
অথচ এখন বনভূমি
তোমারি আগুনে পুড়ে ছাই;
সেখানে তোমারি বসবাস।

সভ্যতা তুমি বলেছিলে
বড় বড় জাহাজেরা এসে
ভীড়বে নদীর কূলে কূলে;
অথচ নদীর বুকে আজ
তোমারি আবর্জনা ভরা।

সভ্যতা তুমি বলেছিলে
মানুষ গড়বে পৃথিবীকে;
অথচ তোমাকে সাজাবার
জন্য মরিয়া হয়ে তারা
ভাঙছে এ পৃথিবীর বুক।

সভ্যতা উত্তর দাও-
কণ্ঠের সব সুর ঢেলে
গেয়েছিলে গড়ার যে গান
সে গানের তালে তালে কেন
ভাঙছে সাজানো সংসার।

তবে কি গানের কথাগুলো
মাতাল শিল্পীদের মুখে
বিকৃত হয়ে গেছে আজ?
তাই যদি হয় তবে ফের
শোনাও তোমার সেই গান-

‘আমি তো ধ্বংসবাজ নই
সৃষ্টি আমার সন্তান।’

এখানে আপনার মন্তব্য রেখে যান