এইখানে দুটি মন ভেঙে যায়
ছিড়ে যায় হৃদয়ের বন্ধন,
এক জোড়া ফুল ফুটে ঝরে যায়
থেমে যায় জীবনের স্পন্দন।
দুটি ফুল ফুটেছিল ফাগুনে
ককিলেরা গেয়েছিল কুহু গান,
জানি না কি বিরহের আগুনে
জ্বলে পুড়ে ছাই হল দুটি প্রাণ।
দুজনারই ছিল এক আবদার
একটাই সাধ ছিন দুজনার-
একই ডালে ফুটি যেন বার বার
একই সাথে ঝরি যেন পরওয়ার।
ঘরভাঙা ঝড় এসে একদিন
ভেঙে দিল দুজনার স্বপ্ন,
খুঁজে পাই তার কিছু অমলিন
স্মৃতি আর অক্ষয় চিহ্ন।

এখানে আপনার মন্তব্য রেখে যান