কখনো সন্ধ্যা বেলা ঘরে ফেরা পাখিদের
ভাবতে হৃদয় সমতুল,
আমি শুধু ভাবতাম তোমার হৃদয়খানি
কোন বাগানের ফোঁটা ফুল!
আজ পাশে তুমি নেই তাইতো হারিয়ে খেই
ভেবে আর পাইনা কিছুই,
আমার কল্পনায় মিশে আছ তুমি তাই
ছুটে চলি তোমার পিছুই।
কখনো সন্ধ্যাতারা দেখে তুমি বলতে-
আমিও অমন জ্বলবো,
আমি শুধু ভাবতাম কিছু কথা বাকি আছে
আজ কি তোমাকে বলব?
সেই কথা আজো হায়, রয়ে গেছে না বলাই
বলতে পারিনি কিছুতেই,
এখনো সন্ধ্যাতারা ওঠে আর ডুবে যায়
পাশে শুধু সেই তুমি নেই।
এখানে আপনার মন্তব্য রেখে যান