আমি এক বটগাছ যার
ডালপালা শিকড়েরা ছড়িয়েছে পৃথিবীর বুকে
ইচ্ছের অবয়ব তার;
ছড়িয়েছে বীজ পথে প্রান্তরে পাখিদের মুখে।
জলস্রোতে ভেসে ভেসে বীজ
নতুন দ্বীপের বুকে নির্ভয়ে গেড়েছে আসন,
প্রকৃতির বুকে দহলিজ
রচেছে; তৃষ্ণার্ত পথিকের করেছে আপন।
পাখিরা বসেছে ডালে ডালে
পালকে চঞ্চু গুজে কেউ তারা নিয়েছে বিরাম,
মৃদূ মৃদূ বাতাসের তালে
দুলেছে আমার পাতা প্রকৃতির অলিখিত খাম।
প্রকৃতিরা চিঠি লেখে লেখে
বাতাসে উড়িয়ে দেয় মানুষের কাছে বার বার-
‘তোমারি ভবিষ্যৎ রেখে
আমার কোলের মাঝে ভাঙছো আমারি সংসার!’
এখানে আপনার মন্তব্য রেখে যান