বাতাসকে বলছি / সাইফ আলি

এমন করে কাঁদছো কেনো পথের ধারে
তোমারও কি ঘর ভেঙেছে বৈশাখী ঝড়
তুমি বুঝি চাষা ছিলে; খুড়তে জমি
ঘর ছিলো কি ছনের ছাওয়া বাশের খুটি?

বাতাসরে তুই এমন করে মারলি কেনো
মারবি যদি সবাইকে মার; ছাড়লি কেনো
পরের টাকায় পরের শ্রমে প্রাসাদ তুলে
যারা থাকে? ওদের ছেড়ে চাষার টুটি-

ধরলি কেনো; জানিস না তুই গরিব এরা?
এদের ঘরে শুধুই খালি কলসি হাড়ি
নেই এখানে জামদানি-সিল্ক রঙিন শাড়ি
নেই এখানে ডিফ্ ফিরিজে মাংস গোজা।

যেই মহাজন এদের ঘামে ভরলো গোলা
সুদের টাকায় গড়লো যে জন ইটের বাড়ি
তাদের ঘরে দোল দিতে তুই পারলি না তো;
গরিব চাষার শূন্য গোয়াল ভাঙলি কেনো?

তোর কাছে আজ এই মিনতী করছি আমি
ছিড়তে যদি পারবি শিকড় পরগাছাদের
তবেই অমন আনবি ডেকে বৈশাখী ঝড়
ভাঙবি না এই গরিব চাষার খড়ের বাড়ি।

এখানে আপনার মন্তব্য রেখে যান