সুলতানা সিরিজ

সুলতানা-১

সে এমন মেয়ে, যার নদীচোখে চেয়ে পৃথিবীর নদীগুলো লজ্জায় আরো বেশি নদী হয়ে যায়
সঙ্গীতের মতো যার গলার আওয়াজ পেয়ে প্রেমবাদী পাখিগুলো গানে গানে আরো বেশি পাখি হয়ে যায়
সে এমন মেয়ে, যার ফুলঠোঁট দেখে পৃথিবীর ফুলগুলো লজ্জায় আরো বেশি ফুল হয়ে যায়
সুখাকাশ ছোঁয়া যার গিরিবুকে বুক রেখে প্রেম-অন্ধ কবি এই, ভালোবেসে আরো বেশি কবি হয়ে যায়

সুলতানা-২

বললাম,
‘তুমি বুঝি পাকা কোনো আম,
বেহেস্তের বোঁটা ছিঁড়ে পড়েছে যা টুপ করে পৃথিবীতে খসে?’

বললো সে:
‘আলোয় ও অন্ধকারে, চুপচাপ,
গাছের পাতার মতো বেড়ে ওঠা আমি এক পাপ।’

আমি তাকে জ্বালানির মতো, টেনে নিয়ে সুখচুলা বুকের ভেতরে
বললাম- ‘আমাদের এই নীল বুকের ব্যথায়, তুমি এক, ভুল করে
খসে পড়া হুর;
নদী নদী চোখ যার, দেখে দেখে, দেখে দেখে, হয়ে যায় এভাবেই সকাল দুপুর।’

সুলতানা-৩

সমস্ত চোখ অর্ধেক চোখ, শুধু তার নীল ধানভরা বিল চোখ দুটো চোখ সম্পূর্ণ
সমস্ত ঠোঁট অর্ধেক ঠোঁট, শুধু তার লাল গাছপাকা ঝাল ঠোঁট দুটো ঠোঁট সম্পূর্ণ

সমস্ত বুক অর্ধেক বুক, শুধু তার শ্বেত কুমড়ার খেত বুকটাই বুক সম্পূর্ণ
সমস্ত নারী অর্ধেক নারী, সব নারীআম চেখে দেখলাম- সে-ই শুধু নারী সম্পূর্ণ

এখানে আপনার মন্তব্য রেখে যান