টুকরো সময়

টুকরো সময় গুলো বৃষ্টির ফোটা হয়ে
টুপটাপ টুপটাপ ঝরছে,
স্মৃতির উঠোন জুড়ে আজ বহুদিন পরে
কাঁদা-জলে মাখামাখি করছে।

জীবনের বৃত্তটা খুব বেশি বড় নয়
তবুও স্মৃতির পাতা পূর্ণ,
বয়ে চলা সময়ের দূর্দম শ্রোতাঘাতে
জীবনের পাঁড় হল চূর্ণ।

কচুরিপানার মত কত স্বপ্নেরা এল
তারপর ভেসে গেল মোহনায়,
শুধু কিছু ফুল ছিড়ে রেখেছি যত্ন করে
শুকনো সে ফুল আজো চেনা যায়।

আজ বহুদিন পরে টুকরো সময়গুলো
বৃষ্টির ফোটা হয়ে ঝরছে,
হৃদয় উঠোন জুড়ে কিছু সুখ-স্বপ্নেরা
সেই জলে মাখামাখি করছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান