মিছিল থামেনি তবু

শপথের পথে-
নিঃসঙ্গ ঝড়ের রাত পার করে এসে
ঘুমকাতর আমার দুটি চোখ…
শক্তি দাও ভক্তি দাও প্রভূ ভালোবেসে
যেন আবার চলতে পারি
বলতে পারি শপথের সুরে-
আমার গন্তব্য আজ পৃথিবীর পথ ছেড়ে
আরো বহু দূরে…

বাদামের মৌসুম আমার
শেষ হয়ে গেছে,
নিভে গেছে রাতের জোনাক;
জোছনার মায়া আলো
আজ শুধু শপথের পথে জ্বালো
অসংখ্য মশাল…

লাশের বদলে লাশ
রক্তের বদলে রক্ত
যুদ্ধের বদলে যুদ্ধ…
জীবনের দ্বারে দ্বারে আজ বাস্তবতার জটিল রূপ
বিভ্রান্তির ধূপ তবুও জ্বলছে
আচ্ছন্ন করছে মন-
অকারণ
ঝরে গেল লাশ…
মিছিল থামেনি তবু; চলছেই
জীবনের পথে.. শপথের পথে…
শক্তি দাও ভক্তি দাও প্রভূ
বুদ্ধি দাও শুদ্ধি দাও আজ
ভ্রান্তির ধোঁয়াশা মুক্ত (যেন গড়তে পারি)
সভ্য এক মানব সমাজ।

এখানে আপনার মন্তব্য রেখে যান