এক ঝাঁক শকুনেরা মানবতা গেয়ে যায় ভাগাড়ে ভাগাড়ে,
যেখানে মরা গরুর মতো করে পড়ে আছে অসংখ্য লাশ;
আমি এক কবি হয়ে খুঁজে ফিরি চাঁদ-তারা-সুনীল আকাশ,
এক ঝাঁক সুখ পাখি আর বুনো ফুল খুঁজি পাহাড়ে পাহাড়ে।
এক ঝাঁক দানবেরা বোমা মেরে উড়ে যায় পৃথিবীর বুকে,
আর্তের চিৎকারে মৃত্যুর দূত যেন হিম-শিম খায়;
লাশের পাহাড় দেখে ধীরে ধীরে কোলাহল থেমে থেমে যায়,
আমি এক কবি হয়ে অনাবিল হাসি খুঁজি লাশেদের মুখে।
আবাদি জমিনগুলো আবারো আবাদ হবে মানুষের খুনে,
লাল পদ্মের মতো অসংখ্য ছোপ ছোপ রক্তের দাগ;
নির্দয় ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে শকুনের ভাগ,
আর আমি এক কবি যার দিন কেটে যাবে মায়াজাল বুনে।