অনেক জাহাজ জাহাজ থাকেনা

অনেক জাহাজ জাহাজ থাকেনা দুলে উঠলেই পানি
অনেক অনেক ইতিহাস
ইতিহাস থেকে মুছে যায় তবু লেখে রাখবার থাকে না কলমে কালি
অনেক প্রাসাদ বাতাসে বাতাসে উড়ন্ত ধুলোবালি

মাটির শহর, গাড়ির বহর, সখের নহর সব
হয়তো কখনো কোনো একদিন হাজার বছর পরে
নতুন মানুষ অণুবিক্ষনে ঠেকিয়ে দু’দুটো চোখ
ইউরেকা বলে চিৎকার দিয়ে বলবে, ফেলেছি ধরে-
প্রাচীন মানব; সাড়ে তিন হাত প্রায়
পাছার লেজটা খসে পড়ে গেছে ওইটাই শুধু নাই
আর, বাদবাকি সব ঠিকঠাক আছে আমাদের মতো, শুধু,
সাথে পাওয়া গেছে পুরাতন কিছু রহস্যময় রিং।

আবার হয়তো কেউ খুঁজবেনা কিছু
এগিয়ে চলার উত্তেজনায় কেউ ফিরবে না পিছু
এভাবে অনেক পাহাড় থাকেনি পাহাড় আগেও
অনেক জাহাজ-জীবন দেখেছে মৃত্যুর ঢেউ।

এখানে আপনার মন্তব্য রেখে যান