এতোদিন কোথায় ছিলে হাওয়া
বন্ধ তোমার আসা যাওয়া
আমিতো ভেবেই হয়রান
কতোদিন হয়নি শোনা গান।
এতোদিন কোথায় ছিলে নদী
তুমিতো বইতে নিরবধি
তবে কে থমকে দিলো চলা
কতোদিন হয়নি কথা বলা।
এতোদিন কোথায় ছিলে চাঁদ
রাত্রি শুধুই অবসাদ
মেঘলা সারা আকাশ ভর
খুঁজেছি তোমায় নিরন্তর।
এতোদিন কোথায় ছিলে তারা
উদাসী পথিক দিশেহারা
আকাশে জ্বলতে মিটিমিটি
হকারে দেয়নি তোমার চিঠি?
এতোদিন কোথায় ছিলে পাখি
বাগানে তোমার ডাকাডাকি
না শুনে ক্যামনে উঠি জেগে
মধু সুর ছন্দে দোলা লেগে।
এতোদিন কোথায় ছিলে আলো
শুধু যে সঙ্গী আঁধার কালো
এখানে চার দেয়ালের মাঝে
খুঁজেছি তোমায় সকাল সাঝে।
আমি আজ বন্দী কারাগারে
তোমাদের খুঁজছি বারে বারে…

এখানে আপনার মন্তব্য রেখে যান