এখানে আবার স্বপ্নের রেখা টানি
এইখান থেকে পথ চলা হোক শুরু
পেছনে ফেরার ইচ্ছের কোরবানি
হয়ে যাক আজ এই নির্জন মাঠে।
এখানে আজকে ভীরুর কাব্য নয়
নয় ঘুমানোর নিজ্ঝুম কালো রাত
চির নিদ্রায় নিদ্রিত হোক ভয়
জাগুক সাহস জীবন কাব্য পাঠে।
এখানে আজকে তামাটে মাটির বুকে
রেখে দিয়ে যাই সাহসী পায়ের ছাপ
আমাদের চলা শুরু হোক সম্মুখে
প্রত্যয় থাক হৃদয়ের তল্লাটে।
এখানে আবার স্বপ্নের রেখা টানি
এখানে দ্বীপ্ত আলোর মশাল জ্বালি
আঁধারে আঁধারে হয়ে যাক কানাকানি-
‘এরা পৌছোবে রোদ ঝলমল হাটে।’
এখানে আপনার মন্তব্য রেখে যান