ধুসর পান্ডুলিপি থেকে
একমুঠো কবিতার ফুল
তোমার জন্য এনে দেবো
তুমি কি দু’হাত পেতে নেবে?
অন্ধরাতের কোল থেকে
এক মুঠো জোনাকির আলো
তোমার জন্য এনে দেবো
তুমি কি দু’হাত পেতে নেবে?
ঝিনুকের বুক চিরে ফেলে
সঞ্চিত মুক্তার দানা
তোমার জন্য এনে দেবো
তুমি কি দু’হাত পেতে নেবে?
শরীরের সুগভীর থেকে
স্বচ্ছ কাচের মতো মন
তোমার জন্য এনে দেবো
তুমি কি দু’হাত পেতে নেবে?

এখানে আপনার মন্তব্য রেখে যান