ফুলকে চেনো? সেই যে ফোটে হরিৎ বনে, বনের মাঝে।
চাঁদকে চেনো? সেই যে ওঠে আকাশ কোণে ধূসর সাঁঝে।
মনকে চেনো? বুকের খাঁচার গুপ্ত কোণে লুকিয়ে থাকে,
ঘুমিয়ে থাকে, হঠাৎ জাগে নতুন কোন মনের ডাকে।
হঠাৎ কোনো ঝাপটা বাতাস, সুনীল আকাশ, বন-বনানী,
পাখ-পাখালি, শাপলা-শালুক, সাগর, নদী, নোনতা পানি
হাতছানি দেয়, মন কেঁড়ে নেয়, সঙ্গোপনে লুকিয়ে রাখে,
ফের সাঁড়া দেয় হয়তো কোনো ঘুম ভাঙানো মনের ডাকে।
হয়তো কোনো খুপরি ঘরে, খড় বিছানো চালের ফাঁকে
খেয়ালী মন লুকিয়ে থাকে।
একলা হাসে একলা কাঁদে
আটকে গেলে মনের ফাঁদে,
হয়তো আবার সকল ভুলে নতুন কোনো স্বপ্ন আঁকে
কাচ-বালি আর নদীর বাঁকে।
মনকে চেনো? বুকের খাঁচার গুপ্ত কোণে লুকিয়ে থাকে,
ইচ্ছে হলে উড়াল দিয়ে যায় সে মিশে মনের ঝাঁকে।
উড়াল দিয়ে দূর-সুদূরে
অচীন দেশে, অচীন পুরে,
যেইখানে মন প্রদ্বীপ জ্বালায় সন্ধ্যা বেলায় পরের ঘরে,
স্বপ্ন দেখে নতুন করে।
এখানে আপনার মন্তব্য রেখে যান