রহস্যময় তারকা তুমি
চোখের আড়ালে থেকে অনুভবে দাও ধরা
নিজের আলোকে নিজের বুকেই টেনে
আড়াল করো নিজেকে
অথচ
তোমাকে না দেখেই
কি এক দূর্বার আকর্ষণে সবাই
ছুটে চলে তোমার দিকেই-
হে মহাকাশের রহস্য-
আমি বুঝতে পারিনা কিছুতেই
নিজের আলোকে নিজেই শোষণ করে
কেনো এতো আনন্দ তোমার
অসংখ্য চোখের অন্ধত্বকে উপভোগ করে
কেনো এতো তৃপ্তি তোমার…
আড়ালেই থাকবে যদি, আড়ালেই থাকো;
কেনো পাতো ছলনার জাল-

এখানে আপনার মন্তব্য রেখে যান