এই আসরের সকল খেলাই শেষের পথে
সমস্ত রাত পার করে যায় চাঁদটা যেমন
ঠিক তেমনি পার করেছে সকল রাউন্ড;
এখন যারা শেষের খেলায় নাম লেখেছে
তাদের পালা, এবার তারাও ক্ষান্ত দেবে…
যাদের ঘরে জয় লেখেনি নাম কখনো
সার্টিফিকেট পায়নি যারা এই জীবনে
তাদের সাথে পাল্লা দিয়ে এবার ওরাও
দিচ্ছে সাড়া অদৃশ্য এক সত্য ডাকে
এবার খেলায় কে হারাবে কখন কাকে
কেউ জানে না সবাই শুধু ভাবতে থাকে-
এর পরে কি?
নেই দর্শক তবুও খেলা জমবে ঠিকই
সবাই এবার নামবে মাঠে কেউ কারো নয়
জানবে না কেউ ফলাফলের হিসাব-নিকাষ
সুপারিশের দরজা খোলা নেই এখানে
কেবল মহান বিচারকের হুকুম ছাড়া।
তখন সবাই চিনবে ঠিকই সত্যটাকে
বলবে এবার দিলাম সাড়া তোমার ডাকে
কিন্তু তখন লাভ হবে না, হায়রে মানুষ!
ইচ্ছে মতো উড়াও তোমার মনের ফানুষ…
এখানে আপনার মন্তব্য রেখে যান