অথচ এখন পাখিরা মেলেছে ডানা

এক সমুদ্র পিপাশার জল নিয়ে
একাকি হাটবে কোথায় এমন পথ
তুমি কি দেখোনি পিপাশিত আত্মারা
নিখুঁত দৃষ্টি মেলেছে সকল পথে।

তুখোঁড় বণিক ব্যবসা সেরেছো দিনে
রাতের আঁধারে নিজেকে লুকোতে চাও,
এ মিছে বাসনা সত্যি হবে না জেনো
রক্তে তোমার ভেসে যাবে রাজপথ।

মাকড়সা তুমি বিছিয়ে কোমল জাল
আখের গোছালে এখন পালাতে চাও,
অথচ এখন পাখিরা মেলেছে ডানা
তিক্ষ্ণ ঠোটের আঘাতে ছিড়বে জাল।

এখানে আপনার মন্তব্য রেখে যান