বর্ষা ভিষন সন্ধ্যায়

এই বর্ষা ভিষন সন্ধ্যারাতের সঙ্গী
হয়ে থাকতে
আর আঁকতে
কিছু জোনাকির সাথে জেগে থাকা
একা বাঁশঝাড়
জাগে তোলপাড়
জাগে তোলপাড় এই বক্ষে।

চোখে বিস্তৃত কোনো খোলা মাঠ নেই
নেই আকাশের নীলাচল
কিছু নৃত্যপাগল বৃষ্টির ফোটা
চোখের পাড়ায় ছলছল।

কিছু বিজলী বাতির ঝলমল
এই আলোছায়া ঘেরা সন্ধ্যায়
এই বর্ষা ভিষন সন্ধ্যায়
মোছে ব্যর্থতা-ব্যাথা পুরাতন
যত হাহাকার-
আমি গভীর সুখের সন্ধানে ছুটি বারবার
ছুটি বারবার…….

এখানে আপনার মন্তব্য রেখে যান