সময়ের ঘোলা জলে / সাইফ আলি

সময়ের ঘোলা জলে কতকাল সাঁতরায় মন
কতবার ডুব দেয় কতবার ওঠে ফের ভেসে
মন কি মাছের মতো কাঁদায় ডুবিয়ে রেখে দেহ
আমিষ গন্ধ থেকে নিজেকে রেহাই দিতে পারে?

ঘোলা জলে সাঁতরালে কাদামাটি লাগবেই জেনে
জন্ম নিয়েছি আমি কলুষিত পৃথিবীকে মেনে।

এখানে আপনার মন্তব্য রেখে যান