বাতাস চঞ্চল আকাশে মেঘদল
দু’ঠোঁটে বৃষ্টির ছাট,
ভেজানো দরজাটা কাঁপছে থরথর
বাজছে জানালার নাট।
জানিনা উড়বে কি পুরোনো ইতিহাস
হলুদ পাতাদের ভীড়ে,
তবুও রাতভর হেটে সে ফিরবেই
জীর্ণশীর্ণ এ নীড়ে।
এখানে মায়াজাল বুনেছে কতোরাত
কতো যে স্বচ্ছল ভোর,
হাজার নিশ্বাস করেছে বসবাস
কেটেছে স্বপ্নের ঘোর।
জানি সে বিশ্বাস ফেরাবে নিজেকেই
চেনাবে আপনার পথ,
বুকের অন্দরে জেগেছে অঙ্কুর
শিকড়ে তার হিম্মত।