প্রজাপতি প্রজাপতি শুনছো আমার কথা
বলবে আমায় কোথায় পেলে রঙিন দুটো ডানা
ফুলে ফুলে ঘুরতে তোমায় কেউ করে না মানা?
আব্বু তোমার খুব কি ভালো পড়তে বলে না
আম্মু তোমার দুধ ভাতে পেট ভরতে বলে না
বন্ধু তোমার ফুলের বাহার বনের তরুলতা?
আমারও তো তোমার মতো পাখনা দুটো মেলে
ইচ্ছে করে ফুল বাগানে সবার আগে আসি
রঙিন ডানার আড়াল করে ফুলকে ভালোবাসি।
চুমে চুমে ভরিয়ে তুলি; ফুলের মধু মাখি
সারাটা দিন ফুলের সাথে ফুল বাগানে থাকি
ইচ্ছে করে সারাটা দিন কাটিয়ে দিই খেলে।
প্রজাপতি প্রজাপতি সঙ্গী আমার হবে,
বিকেল হলে ফুল বাগানে যখন আমি খেলি
তুমিও না হয় এলে তোমার পাখনা দুটি মেলি।
দুজন মিলে সুবাস নেবো ঘুরবো ফুলে ফুলে
তোমার আমার সঙ্গ দেবে সবুজ পাতা দুলে
ফুল-পাখিদের গানে গানে হৃদয় আকুল হবে।

মন্তব্য করুন