সূর্য অস্ত যাবে
তোমরা দেখবে রাত
রাতের আড়ালে নতুন ভোরের নতুন সূর্য
তোমরা কি দেখবে না?
আকাশে অনেক মেঘ
তোমরা ঢুকছো ঘরে
এই পৃথিবীর রুক্ষ বুকের ফাঁটল সারাতে
বৃষ্টি কি আসবে না?
সূর্য অস্ত যাবে
আকাশে মেঘের হানা
তোমরা বালিশে মুখ গুঁজে গুঁজে নীরবে কাঁদবে
নিয়তি কি দেখবে না?
মন্তব্য করুন