মা

মাগো তোমার বুকের মাঝে
শুভ্র শাড়ির আচাল ভাঁজে
কতই মায়া আছে।

যতই ঢালো ততই বাড়ে
সেই মায়া কি ফুরায় না রে?
বারে বারে শুধাই তাঁরে-
‘গড়েছো কোন ছাঁচে?’
মাগো তোমার বুকের মাঝে কতই মায়া আছে।

যখন আমার শীর্ণ দেহ
বাঁচবে না আর বলতো কেহ
কতই ব্যথা পেতে?

জাপটে ধরে বক্ষে করে
বলতে-‘খোদা তোমায় স্মরে
ধন্য হলাম রাতে
আমার বুকের মানিকটাকে বাঁচাও আপন হাতে’

আমার দু’চোখ ভিজলে জলে
মুছতে সে জল মধুর ছলে
সাহস দিতে বুকে।

আমার মুখের কান্না কেড়ে
কাঁদতে একা অশ্রু ছেড়ে
ধরনা দিতে খোদার দ্বারে
আচলে মুখ ঢেকে।
আমার সুখে হাসতে তুমি কাঁদতে আমার দুখে।

এখানে আপনার মন্তব্য রেখে যান